আমি সুপ্রকাশ গিরি। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মাধা খালি গ্রামে। 1990 সালে আমি মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় থেকে বি.এ পাস করি। ছোটবেলা থেকেই আমার শখ কবিতা,গল্প, নাটক,উপন্যাস পড়া। একটু বড় হতেই পুরোপুরি এইসব চর্চার প্রেমে পড়ে যাই। রীতিমতো এগুলো নিয়ে চর্চা শুরু করি। ছোটবেলা থেকেই আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। প্রায় বেশিরভাগ প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করতাম। পরে একসময় আমি Block, District এবং All Bengal Recitation এ প্রথম স্থান অধিকার করেছি। সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতায় আমি প্রথম স্বর্ণপদক পেয়েছি। বর্তমানে আমি একটি আবৃত্তি, শ্রুতি নাটক, গল্পপাঠ শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছি। কর্ণধারও আমি। শিক্ষাকেন্দ্রটির নাম শঙ্খমালা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। 30 বছর ধরে এই সাংস্কৃতিক চর্চা ও সাধনা করে চলেছি। বর্তমানে আমার ছাত্র-ছাত্রী সংখ্যা 260 জন। এই চর্চায় আমার আদর্শ হলেন প্রখ্যাত বাচিকশিল্পী শ্রী প্রদীপ ঘোষ। উনার পথকেই পাথেয় করে আমি এগিয়ে চলেছি। আমি আবৃত্তির পাশাপাশি গল্পপাঠ নাটক দক্ষতা ও সুনামের সঙ্গে অনেক সাংস্কৃতিক মঞ্চ উপস্থাপনা করেছি ও বোদ্ধাদের বাহবা -আশীর্বাদ পেয়েছি। আমি আমার অর্জিতবিদ্যা সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সমানভাবে ছড়িয়ে দেবার চেষ্টা করি। আমার বেশিরভাগ ছাত্র ছাত্রী দারুণভাবে মঞ্চ সফল। এইসব বিষয় নিয়ে তাদেরও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন রয়েছে। আমি এই চর্চা সারা জীবন ধরে চালিয়ে যেতে চাই,পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা।