Najya hisab Bhabani Prasad Majumdar

 Najya hisab

Bhabani Prasad Majumdar


ন্যায্য হিসেব

ভবানীপ্রসাদ মজুমদার
আবৃত্তি - স্বপ্নিল দাস
এই যে ভায়া দিলাম তােমায়
হাফ - টিকিটের ভাড়া,
তাড়াতাড়ি দাও তাে টিকিট
নামবাে পাইকপাড়া।
কি বললে? বয়স হলে
চার বছরের কম
তবেই মেলে অর্ধ-টিকিট?
চোপড়াও একদম!
বয়স আমার ঢের হয়েছে
তাতে কি যায় আসে?
প্রথম থেকেই এক পায়েতে
ঝুলছি তােমার বাসে!
এক পায়ে তাই হাফ-ভাড়া ভাই
দিচ্ছি হিসেবমতাে,
নেবে তাে নাও, কানের কাছে
চেঁচিও নাতাে অতাে!