কেডা বানাইব রাজহংসের মুখ । KEDA BANAIBO RAJHANGSER MUKH

কেডা বানাইব রাজ হংসের মুখ KEDA BANAIBO RAJHANGSER MUKH কবিতা: কেডা বানাইব রাজহংসের মুখ কবি: সোমনাথ সরকার কন্ঠ: সুপ্রকাশ গিরি ভিডিও ও অডিও - DALIHALDERYT GROUP ডাল সেদ্ধ করার জল চাই, ডাল সেদ্ধ করার জল জল নেবেন মা ... হরেক মাল পাইবেন, হরেকরকম মাল ....' গলির মুখে বাঁক নেবার আগেই চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু, 'ও হরেকমাল, ও ফেরিওয়ালা, ফেরিওয়ালা....' মাথার থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে--- 'কী নিবা খোকা ? জলের মগ, মশলার কৌডা, কাপড়কাচা বেরাশ, বান্দরের মুখোশ, কী দিমু ?' 'তোমার কাছে রাজহংসের মুখ আছে ?' খুব আস্তে আস্তে বলে ছোট্ট শিশু। 'কী কইলা, হাঁসের মুখ ? ফিরা কও ।' 'হাঁসের মুখ নয়, রাজহংসের মুখ আছে, তোমার কাছে ? 'ইটা কি কইল্যা ? মানুষের পোলা হইয়্যা, রাক্ষসের মুখ কিনবার চায়, বান্দরের মুখ কিনবার চায় । আর তুমি কিনা রাজহংসের মুখ কিনবার চাও ! ক্যান, রাজহংসের মুখোশ পইর‌্যা, দেবস্থানের পুকুরে, দিঘিতে জল ছাইক্যা শুধু দুধ খাইবার চাও নাকি ?' ঝুড়িটা মাথায় তুলতে তুলতে---- "এ্যা দ্যাশে দুধ আর জল আলাদা কইর‌্যা খাইবার নিয়ম নাই । কেডা বানাইবো রাজহংসের মুখ ?' ঝুড়িটা মাথায় নিয়ে আবার সুর ধরে--- 'হরেকরকম মাল পা-ই-বে-ন, হরেক মাল... রাজহংসের মুখ ছাড়া, সব... 

সব পাইবেন...'

video -