অবুঝ সুকুমার রায় Obujh sukumar ray বাংলা কবিতা bangla kobita চুপ করে থাক্, তর্ক করার বদভ্যাসটি ভাল না, এক্কেবারেই হয় না ওতে বুদ্ধিশক্তির চালনা। দেখ্ ত দেখি আজও আমার মনের তেজটি নেভেনি- এইবার শোন বলছি এখন- কি বলছিলাম ভেবেনি! বলছিলাম কি, আমি একটা বই লিখেছি কবিতার, উচু রকম পদ্যে লেখা আগাগোড়াই সবি তার । তাইতে আছে “দশমুখে চায়,হ জম করে দশোদর, শ্মশানঘাটে শষপানি খায় শশব্যস্ত শশধর।” এই কথাটার অর্থ যে কি ,ভাবছে না কেউ মোটেও- বুঝছে না কেউ লাভ হবে কি, অর্থ যদি জোটেও। এরই মধ্যে হাই তুলিস যে? পুতে ফেলব এখনি, ঘুঘু দেখেই নাচতে শুরু, ফাঁদ ত বাবা দেখনি! কি বললি তুই? সাতান্নবার শুনেছিস্ ঐ কথাটা? এমন মিথ্যা কইতে পারিস্ লক্ষ্মীছাড়া বখাটা! আমার সঙ্গে পাল্লা দিয়ে সাধ্যি নেই কো পেরোবার হিসেব দেব বলেছি এই চোদ্দবার কি তেরোবার। সাতান্ন তুই গুনতে পারিস? মিথ্যেবাদী! গুনে যা- ও শ্যামাদাস! পালাস্ কেন? রাগ করিনি, শুনে যা। অবুঝ,Abuj,Abujh,Obujh,সুকুমার রায়,sukumar roy,sukumar ray,Abuj kobita lyrics,Abuj kobita abritti,Abuj poem,Abuj bangla kobita,Bengali Rhymes for Children,Bengali Rhymes,aboltabol,bengali rhymes,bengali rhymes for babies,bengali kids rhymes,bangla rhymes,bangla children rhymes,sukumar roy recitation,sukumar ray abol tabol,sukumar roy poetry,bangla chora,bangla kobita abritti,বাংলা কবিতা আবৃত্তি,অবুঝ -সুকুমার রায়,সুকুমার রায় কবিতা,suprakash culture