karmakhali । কর্মখালি । দেবব্রত দত্ত । Debabrata Dutta | Bangla Kobita Abritti
karmakhali । কর্মখালি । দেবব্রত দত্ত । Debabrata Dutta | Bangla Kobita Abritti
কর্মখালি
দেবব্রত দত্ত
পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এম.এ.
চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে।
মদন পেলো গোপন খবর, আলিপুরের জু-তে,
বনমানুষের চাকরি আছে, জানতে গেলো ছুটে।
বনমানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়,
মাইনে পাবে সাতশো টাকা, খাবার পাবে যা-চায়।
বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিলো,
দর্শকরাও বেজায় খুশি, দারুন মজা পেলো।
একদিন তো লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচায়,
পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই-বা তাকে বাচায়!
‘হালুম’ করে বাঘবাবাজি যেই তুলেছে থাবা,
বনমানুষ চ্যাঁচ্যাঁয় বিষম, ‘মরে গেলুম বাবা!’
বাঘটা তখন বলল কানে, ‘উঠছ কেন ঘেমে,
আমিও ভাই তোমার মতন, ইতিহাসের এম.এ.’।
karmakhali । কর্মখালি । দেবব্রত দত্ত । Debabrata Dutta | Bangla Kobita Abritti
কবিতা - কর্মখালি
কবি - দেবব্রত দত্ত
আবৃত্তি - সুপ্রকাশ গিরি
Poetry:- Karmakhali
Poet:- Debabrata Dutta
Recitation :- Suprakash Giri