Nam tar Santosh। নাম তার সন্তোষ । Rabindra nath tagore । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
নাম তার সন্তোষ
Nam tar Santosh। নাম তার সন্তোষ । Rabibdra nath tagore । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
নাম তার সন্তোষ,
জঠরে অগ্নিদোষ,
হাওয়া খেতে গেল সে পচম্বা।
নাকছাবি দিয়ে নাকে
বাঘনাপাড়ায় থাকে
বউ তার বেঁটে জগদম্বা।
ডাক্তার গ্রেগ্সন
দিল ইনজেক্শন--
দেহ হল সাত ফুট লম্বা।
এত বাড়াবাড়ি দেখে
সন্তোষ কহে হেঁকে,
"অপমান সহিব কথম্ বা।
শুন ডাক্তার ভায়া,
উঁচু করো মোর পায়া,
স্ত্রীর কাছে কেন রব কম বা।
খড়ম জোড়ায় ঘষে
ওষুধ লাগাও কষে--
শুনে ডাক্তার হতভম্বা।
কবিতা - নাম তার সন্তোষ
কবি - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
আবৃত্তি - সুপ্রকাশ গিরি
Poetry :- Nam tar Santosh
Poet :- Rabindra nath tagore
Recitation :- Suprakash Giri
Bangla Kobita
Audio & Video - Dalihalderyt Group
Whatsapp 6295874616