horinamer porinam kobita । হরিনামের পরিনাম কবিতা । Harinamer parinam Bhabaniprasad
হরিনামের পরিনাম কবিতা। ভবানীপ্রসাদ মজুমদারের ছোটদের মজার ছড়া কবিতা Harinamer parinam Bhabaniprasadআমার পাখি আজব পাখি করবে হরিনাম,
দেখে যান গো বাবুমশাই, একশো টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিসনে শোরগোল বলতো পাখি, বল একবার বলো হরিবোল। সত্য পাখি বোল হরিবোল বলেই দিল জোরে বংশীবাবু একশো টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরেই সব্বাইকে জড়ো করলেন ডেকে, জনা পঞ্চাশ লোকের মাঝে বললেন জোরে হেঁকে এই যে পাখি দেখছো সবাই মথুরা এর ধাম, এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক করিসনে শোরগোল, বলতো পাখি, বল একবার বলো হরিবোল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে, বংশীবাবু রেগে মেগে বলেন তখন তাকে, এত করে সাধছি তোকে, বাড়লো কি তোর দর? দোহাই পাখি, বল হরিবোল, নইলে খাবি চড়! বললে পাখি, চুপ করে থাক, এখন আমি শুই, বোল হরিবোল বলব পরে, মরবি যখন তুই! video