chakri harano jogyo jara । চাকরি হারানো যোগ্য যারা । শ্যামাপ্রসাদ ঘোষ



কবিতা - চাকরি হারানো যোগ্য যারা
কবি- শ্যামাপ্রসাদ ঘোষ 
আবৃত্তি- সুপ্রকাশ গিরি 
Poetry:- chakri harano jogyo jara 
Poet:- Kobi Shyamaprasad Ghosh 
Recitation- Suprakash Giri 
বাংলা কবিতা আবৃত্তি

সৎপথে চাকরি পেয়েও চাকরি হারালো যারা তাদের কে নিয়েই এই কবিতা 

চাকরি হারানো যোগ্য যারা 
শ্যামাপ্রসাদ ঘোষ 

চাকরি হারানো যোগ্য যারা


ওরা তো আমার, ওরা তো তোমার, ওরা আমাদেরই কেউ , 
বাঁধ-ভাঙা নদী ওদের জীবনে এনেছে তুমুল ঢেউ । 
ওরা তো সকল নিয়ম মেনেছে কোথাও করেনি ভুল,
 তবু কেন আজ, ওদের দু চোখে হলুদ সরষে ফুল ? 
এভাবে জীবন ভেঙে দেওয়া যায়-- আনা যায় চোখে জল ? 
সবল হয়েও সমাজের চোখে ওরা কেন দুর্বল? 
নিষ্পাপ ওরা তবুও ওদের চোখে আজ কার পাপ ? 
ওদের জন্য, ওদেরই জন্য, আমাদের অনুতাপ। 
এমন তো কেউ দেখেনিকো আগে, প্রথম দেখলো এবার, 
ওদের কি দায় অপরের দোষ নিজেদের ঘাড়ে নেবার ? 
চাকরি হারিয়ে ওরা অসহায় বিমর্ষ হতবাক, 
ভুল সিস্টেম ওদের জীবনে এনেছে দুর্বিপাক। 
ওদের সঙ্গে জড়িয়ে রয়েছে সন্তান পরিবার, 
সবাই খুঁজছে তাদেরকে যারা নেবে এই দায়ভার। 
এ বলে, সে দোষী--সে বলে, এ দোষী-- কার দোষে এই জবাই? 
বিচারের বাণী নীরবেই কাঁদে অনুভব করে সবাই। 
শোনো কমিশন, এ দায় তোমার, তুমি হও
 সক্রিয় যোগ্য-তালিকা করে নিয়ে তুমি কোর্টে গিয়ে জমা দিও।
 চুরি ক'রে যারা চাকরি কিনেছে তারা গোল্লায় যাক। 
শুধু যোগ্যেরা -- একটু হাসুক, একটু স্বস্তি পাক