Ghotlo ja tai sonachi vai Ghotlo Ja tai, Shonachhi Bhai ঘটলো যা তাই, শোনাচ্ছি ভাই ঘটল যা তাই শোনাচ্ছি ভাই

Ghotlo ja tai sonachi vai Ghotlo Ja tai, Shonachhi Bhai ঘটলো যা তাই, শোনাচ্ছি ভাই ঘটল যা তাই শোনাচ্ছি ভাই




ঘটল যা তাই, শোনাচ্ছি ভাই 
আরে আরে চেকার মশাই, এটা কেমন ব্যাপার? 
ছুটে-ছুটেই দেখুন ঘামে ভিজল গায়ের র‍্যাপার! 
আজ যে মিনিট পাঁচেক আগেই বেরিয়ে গেল গাড়ি 
'মগের মুলুক' নাকি মশাই? নাকি 'মামার বাড়ি'? 
ছ'টার গাড়ি ন'টাতে যায়, কিংবা সাড়ে ন-য়ে 
ন'টার আগেই পালিয়ে গেল, কেমন করে হয় এ? 
তিরিশ বছর করেছি মশাই 'ডেইলি প্যাসেঞ্জারি' 
কোনোদিনও হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি ! 
ছি-ছি মশাই, মাইনের দিন, অফিস হল কামাই 
তার ওপরে ঘরে হাজির তিন-মেয়ে আর জামাই! 
দেখুন চেয়ে, সারা শরীর কাঁপছে আমার রাগে
 সাত-জন্মেও শুনিনি যে, ট্রেন চলে যায় আগে! 
চেকার-মশাই বললে হেসে টিকিট গুণেই হাতের 
এই গাড়িটা আজকের নয়, গতকালের রাতের!