কবিতা - ঠিকানা কবি- সুকুমার রায় আবৃত্তি- সুপ্রকাশ গিরি Poetry:- Thikana Poet:- Sukumar Roy | Sukumar Ray Recitation- Suprakash Giri বাংলা কবিতা আবৃত্তি



কবিতা - ঠিকানা
কবি- সুকুমার রায় 
আবৃত্তি- সুপ্রকাশ গিরি
 Poetry:- Thikana 
Poet:- Sukumar Roy | Sukumar Ray
 Recitation- Suprakash Giri বাংলা কবিতা আবৃত্তি

আরে আরে জগমোহন- এসো, এসো, এসো- 
বলতে পার কোথায় থাকে আদ্যানাথের মেসো? 
আদ্যানাথের নাম শোননি? খগেনকে তো চেনো?
 শ্যাম বাগ্‌চি খগেনেরই মামাশ্বশুর জেনো। 
শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ীওলা- 
কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা; 
তারই পিশের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো- 
লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। 
ঠিকানা চাও? বলছি শোন; আমড়াতলার মোড়ে
 তিন-মুখো তিন রাস্তা গেছে তারি একটা ধ’রে, 
চলবে সিধে নাকবরাবর ডানদিকে চোখ রেখে; 
চল্‌‌তে চল্‌‌তে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। 
দেখ্‌‌বে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, 
তারি ভিতর ঘুরবে খানিক গোলকধাঁধার মত। 
তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে,
 ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে। 
তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে- 
তারপরে যাও যেথায় খুশী- জ্বালিও নাকো মোরে।
 – সুকুমার রায়


ভিডিও দেখতে নিচে ক্লিক করুন