বর্ণপরিচয় l Bornoporichoy l l অপূর্ব দত্ত l apurbo Dutta l বাংলা কবিতা l barnaporichoy

 বর্ণপরিচয় l Bornoporichoy l l অপূর্ব দত্ত l apurbo Dutta l বাংলা কবিতা l barnaporichoy



বর্ণপরিচয় অপূর্ব দত্ত 
কবিতা - বর্ণপরিচয় 
কবি- অপূর্ব দত্ত
 আবৃত্তি- সুপ্রকাশ গিরি 
Poetry:- BORNOPORICHOY 
Poet:- Apurbo Dutta
 Recitation- Suprakash Giri 
বাংলা কবিতা আবৃত্তি


ঠিক মনে নেই,
 তখন বোধহয়, 
পাঁচ পেরিয়ে ছয়l 
চতুরদিকে অচেনা 
সব গা ছমছম ভয় l
 মাঝেমধ্যে দাদার খাতা কলম নিয়ে খেলি,
 বাবা হেসে বলতো.... 
আবার এইসব কোথায় পেলি? 
মনে আছে--- সেবার সরস্বতী পুজোর দিনে, 
বাবা আনলো শহর থেকে স্লেট পেন্সিল কিনে l
 কালি কিংকর জ্যাঠামশাই, 
পুজো করার পর, 
আমায় কোলে দিয়ে বলল, 
এই নে, এটা ধর l 
তাকিয়ে দেখি, স্লেটের উপর, 
ছোট্ট একটা বই-- 
আমি বললাম এটা খালাপ বাঘ ভাল্লুক কই? 
এই বইটাই দেখেছিলাম, 
দাদার বইয়ের গাদায় l 
মাঝখানে এক ঢ্যাপরা ছবি, 
লালচে নাকি সাদায় কথা 
আমি তখন কি বা বুঝি? 
পুঁচকে একটা ছেলে l 
ওই বয়সে কেউ খুশি হয়? 
স্লেট পেন্সিল পেলে? 
আজকে যখন কাজের ফাঁকে, 
পিছন ফিরে দেখি, 
ঘুমে জাগরণে হঠাৎ, 
চমকে উঠি l একি? 
লাল মলাটের ভিতর থেকে, 
আসছে পাখা খুলে --- মাধব,
ভুবন,অভয়,নবীন হাজার দামাল ছেলে,
হাসতে হাসতে আসছে ওরা, ভাসছে খুশির বেলায়,
 ভাসতে ভাসতে উঠছে মেতে, আকার এ কার খেলায় l
 হায়রে কবে হারিয়ে গেছে, সেই সে ছোট্টবেলা l 
হারিয়ে গেছে মায়ের সঙ্গে, লুকোচুরি খেলা l 
হারিয়ে গেছে স্লেট পেন্সিল, দাদার কলম খাতা, 
এখন শুধু হাতড়ে বেড়াই, শুকনো স্মৃতির পাতা l 
আসবেনা আর, আসবে না সেই, পাঁচ পেরিয়ে ছয় l
 সাগর থেকে কুড়িয়ে আনি, বর্ণপরিচয় I 
দাদার কলম খাতা, এখন শুধু হাতড়ে বেড়াই, 
শুকনো স্মৃতির পাতা l আসবেনা আর, 
আসবে না সেই, পাঁচ পেরিয়ে ছয় l
 সাগর থেকে কুড়িয়ে আনি, বর্ণপরিচয় I